• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ৩শ' পর্যটক

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ১১ মার্চ ২০১৭, ২১:৫৮

সাগর উত্তাল থাকায় বন্ধ আছে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল। এতে সেন্ট মার্টিনে আটকা পড়েছেন প্রায় ৯শ' পর্যটক।

শুক্রবার থেকে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রশাসনের নির্দেশে শুক্রবার থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পর্যটক সেন্টমার্টিন যেতে বা ফিরতে পারছেন না। আটকা পড়েন হাজারো পর্যটক। তবে ঝুঁকি নিয়ে ট্রলারে করে ৬শ' পর্যটক শনিবার টেকনাফে ফেরত আসেন। এখনো আটকা আছেন প্রায় ৩শ' পর্যটক।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমেদ বলেন, দ্বীপে প্রায় ৯শ' পর্যটক আটকা পড়েছেন বলে শুনেছি। তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে।

কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের কমান্ডার আবুল হাশেম বলেন, 'কিছু ট্রলার ঝুঁকি নিয়ে ছেড়ে গেছে শোনার পর নতুন কোনো ট্রলারকে যেতে দেওয়া হচ্ছে না। সাগর শান্ত না হওয়া পর্যন্ত ট্রলার বন্ধ রাখা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল আলম আরটিভি অনলাইনকে বলেন, ঝুঁকি নিয়ে পর্যটকেরা ট্রলারে করে টেকনাফে ফিরেছেন শুনেছি। যারা দ্বীপে এখনো আটকা রয়েছেন, তাঁদের খোঁজ নেয়া হচ্ছে। দরকারি সব ব্যবস্থা আমরা নিচ্ছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh