• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘বাংলাদেশ সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৭, ২০:৫৬

অতীতে যেসব অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান ছিল তা বাতিল করে দিয়েছে বর্তমান বিচার বিভাগ। ফলে দেশ এখন সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫শ’ ৩২তম আবির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল। স্বাধীনতার পর কিছুদিন সেটার বিচ্যুতি ঘটে। কিন্তু এখন দেশ সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।

আলোচনাসভায় ভারতের শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের রণধীর কুমার দেব উপস্থিত ছিলেন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh