• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোণায় বাড়ছে জৈব সারের ব্যবহার

নেত্রকোনা সংবাদদাতা

  ১০ মার্চ ২০১৭, ১৩:০০

জৈব সার দিয়ে ফসল চাষ করছেন নেত্রকোণা বিভিন্ন উপজেলার ১শ’ টি গ্রামের কৃষকরা। বাড়ির আবর্জনাসহ উচ্ছিষ্ট পচিয়ে এই সার তৈরি করছেন তারা। এতে বিষমুক্ত সবজি উৎপাদিত হওয়ায় সুফল পাচ্ছেন স্থানীয়রা।

শাক-সবজি, ফলের খোসা, মাছের আঁইশ, ভাতের মারসহ সব আবর্জনাই জৈব সার তৈরিতে ব্যবহার করছেন নেত্রকোণার এ কৃষকরা। বাড়ির আঙ্গিণায় পাশাপাশি দুইটি গর্ত করে উপরে চালা দিয়ে তাতে আবর্জনা ফেলে মাটি চাপা দেন তারা। প্রায় দুই মাস পর সেই গর্তে উৎপাদিত জৈব সার জমিতে দেয়া হয়। এই সার থেকে উৎপাদিত ফসল বিষমুক্ত হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে বলে জানান কৃষকরা।

জৈব সার মাটির প্রাণ ফিরিয়ে আনে তথ্য দিয়ে গোটা জেলা এর আওতায় আনার কাজ চলছে বলে জানান কৃষি কর্মকর্তা।

সারাদেশে জৈব সার দিয়ে ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করতে সংশ্লিষ্ট বিভাগের তদারকির দাবি সচেতন মহলের।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh