• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

'এফ' ইউনিটের ১শ’ শিক্ষার্থীর ভর্তি বাতিল

ইবিতে প্রশ্নফাঁসের দায়ে শিক্ষকসহ বরখাস্ত ৪

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ০৬ মার্চ ২০১৭, ১৭:৩৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হওয়ায় শিক্ষকসহ ৩ জনকে বরখাস্ত ও ১ ছাত্রকে বহিষ্কার করলো প্রশাসন। একইসঙ্গে ২ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারির সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বরখাস্ত হওয়া ৪ জনের মধ্যে সহকারি অধ্যাপক নুরুল ইসলাম, কর্মচারি আলাউদ্দিন আলাল ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র মনোজিৎ মণ্ডলকে আজীবন বহিষ্কার করা হয়।

একইসঙ্গে পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মিজানুর রহমান (গণিত বিভাগ) ও মো. আলতাফ হোসেন রাসেলকে (পরিসংখ্যান বিভাগ) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

'এফ' ইউনিটে ভর্তি হওয়া ১শ’ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। পাশাপাশি পুনরায় এ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh