• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

এমপি লিটন হত্যা

কাদের খানের পিএস’র স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক
  ০৫ মার্চ ২০১৭, ২০:৫৫

এমপি লিটন হত্যা মামলায় শামসুজ্জোহা নামে আরো একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। তিনি এমপি লিটন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল কাদের খানের সাবেক ব্যক্তিগত সহকারি (পিএস)।

রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ তার জবানবন্দি নেন। পরে বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এমপি লিটন হত্যা সফল করতে শামসুজ্জোহা খুনিদের সংবাদ সরবরাহসহ নানাভাবে সহায়তা করবার কথা স্বীকার করেছেন।

রোববার ভোরে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে শামছুজ্জাহাকে আটক করা হয়। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের আব্দুল জব্বার মাস্টারের ছেলে।

এর আগে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সাবেক এমপিসহ মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গেলো বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলাটির সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh