• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিতু হত্যা : ভোলাকে ফের জিজ্ঞাসাবাদ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৫ মার্চ ২০১৭, ২০:৪৯

মাহমুদা খানম মিতু খুনের মামলায় কারাগারে থাকা এহতেশামুল হক ভোলাকে জিজ্ঞাসাবাদ করতে আবারো রিমান্ডে নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে একই মামলায় গেলো বছরের জুলাইয়ে ভোলাকে আরো দু'দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রোববার দুপুরে ভোলাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগরীর লালদীঘির পাড়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) কামরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, ক'মাস আগে ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে চেয়ে দু'দিন পেয়েছিলাম। তখন জিজ্ঞাসাবাদ করা হয়নি। ভোলাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার আবারো কোর্টে পাঠানো হবে।

এর আগে ২৭ জুন ভোলাকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী রিকশাচালকের কাছ থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছিল। মিতু হত্যায় অস্ত্র সরবরাহের অভিযোগে ভোলা ও রিকশাচালক মনিরের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছিল।

গেলো বছরের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় ৩ ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh