• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৩টি ইউনিট বন্ধ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৫ জেলায় বিদ্যুৎবিভ্রাট

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ০৩ মার্চ ২০১৭, ১৪:২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে আগুন লেগে ৩টি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে ৫ জেলায় সকাল থেকেই বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে সাতটার দিকে হঠাৎ করে ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লাগলে পর্যায়ক্রমে ৪শ' ২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হচ্ছে, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি প্ল্যান্ট। অগ্নিকাণ্ডের ফলে গ্রিড লাইনেও ত্রুটি দেখা দেয়। ফলে সকাল থেকেই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালনা প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, অগ্নিকাণ্ডের ফলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই মেরামত কাজ শুরু হয়েছে। এতে সময় লাগবে।

তিনি আরো বলেন, ক্রটির পর বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড লাইন দিয়ে এরইমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে জাতীয় গ্রিডে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh