• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

হাঁস পালনে ভাগ্য ফিরেছে বিকাশের [ভিডিও]

রাশেদুজ্জামান, জয়পুরহাট প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৯

পাতিহাঁস পালন করে ভাগ্য ফিরেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদিবাসী শিক্ষিত যুবক বিকাশের। মাস্টার্স শেষ করে কয়েক বছর ঘুরে চাকরী না পেয়ে হাঁস পালন শুরু করেন তিনি। কয়েক মাসেই সাফল্যের দেখা পান বিকাশ। তাকে দেখে হাঁস পালনে আগ্রহী হয়েছেন স্থানীয় আরো অনেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স ডিগ্রী লাভ করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদিবাসী পল্লী গদাইপুরের যুবক বিকাশ। পড়াশুনা শেষ করে ছুঁটতে থাকেন চাকরীর পেছনে। ব্যর্থ হয়ে হাল ছাড়েন তিনি।

অবশেষে গেলো বছর বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে শুরু করেন পাতিহাঁস পালন। কয়েক মাসেই সাফল্যের মুখ দেখেন তিনি। এবছর পুকুরে মাছ আর পাড়ে হাঁস পালন করছেন তিনি। এখন স্থানীয় যুবকদের কাছে মডেল বিকাশ।

এক সময়ের বেকার বিকাশ নিজেই এখন কর্মসংস্থানের কারিগর। তার খামারের ৮ হাজার হাঁসের দেখভাল করতে নিয়োগ করেছেন বেশ ক’জনকে।

বিকাশকে সহযোগিতা করেছেন জয়পুরহাটের প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, এ খামারটির মাধ্যমে আশেপাশের লোকজন উদ্বুদ্ধ হচ্ছেন। যার ফলে পাঁচবিবিতে খামারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রাণী সম্পদের বিভাগ থেকে খামারগুলোতে সর্বাত্মক সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি

পরিশ্রম, মেধা আর অর্থের সমন্বয়ে যে কোন সঠিক প্রচেষ্টা মানুষকে সফল করতে পারে বলে মত স্থানীয় সচেতন মহলের।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh