• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাহফিল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫

সুনামগঞ্জের ছাতকে মাহফিল নিয়ে আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষক-ছাত্র এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

নিহতের নাম বাবুল মিয়া (৫০)। তিনি মাথায় ইটের আঘাত পেয়েছিলেন। আহতদের স্থানীয় ও সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার বিকেলে শহরের আবুল মহসিন বট মিয়া মাঠে এ ঘটনা ঘটে।

উপজেলার জাউয়া বাজারের আলিয়া মাদরাসার শিক্ষক-ছাত্র ও সমর্থক আয়োজিত ওয়াজ মাহফিলে বাধা দেয় কওমি মাদরাসার শিক্ষক-ছাত্র ও সমর্থকরা। এর জেরে এদিন ছাতক হাইস্কুল মাঠে কওমি মাদরাসা আয়োজিত ওয়াজ মাহফিলে আলিয়া মাদরাসার ছাত্র-শিক্ষক ও সমর্থক হামলা চালালে সংঘর্ষ বাধে। দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট থেকে জালালিয়া মাদরাসা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পরীক্ষার্থী, পথচারীসহ অন্তত শতাধিক লোক আহত হন।

সংঘর্ষ থামাতে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এখনো এলাকা জুড়ে থমথমে আবহাওয়া বিরাজ করছে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh