• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় নিঝুমদ্বীপ

ইসমাইল হোসেন কিরন, হাতিয়া

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৯

নানা সমস্যায় জর্জরিত হওয়ায় নোয়াখালীর সম্ভাবনাময় নিঝুমদ্বীপে দিন দিন কমছে পর্যটক সমাগম। পর্যটকদের অভিযোগ, যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে থাকা-খাওয়ার পর্যাপ্ত সুব্যবস্থা না থাকায় এবং নিরাপত্তাহীনতার কারণে অনেকেই এখানে এসে তিক্ত অভিজ্ঞতার শিকার হন।

তবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের অন্য যে কোন পর্যটন কেন্দ্রের মতো জনপ্রিয় হয়ে উঠতে পারে দ্বীপটি।

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে উত্তর ও পশ্চিমে মেঘনার শাখা নদী আর দক্ষিণ এবং পূর্বে সৈকত ও সমুদ্র বালুচরবেষ্টিত ছোট্ট সবুজ ভূখণ্ড নিঝুমদ্বীপ। দিনে দু’বার জোয়ার-ভাটার এ দ্বীপের এক পাশ ঢেকে আছে সাদা বালুতে, আর অন্য পাশে বিশাল সৈকতের জলরাশি। রং-বেরঙ্গের বাতির ঝিলিক আর যান্ত্রিকতার এ বিশাল রাজ্যে নিঝুম এ দ্বীপটি যেনো প্রকৃতির এক আলাদা সত্ত্বা।

নোয়াখালীর সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে ৮১ বর্গ কিলোমিটারের এ ভূখণ্ডে একসঙ্গে দেখা মেলে সাগর, বন আর অসংখ্য চিত্রা হরিণ। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে প্রতিদিন পর্যটন আকর্ষণ হারাচ্ছে মনোমুগ্ধকর এ দ্বীপটি। ২০০১ সালে সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করলেও চোখে পড়েনা তেমন কোন উন্নয়ন কার্যক্রম।

দ্বীপে হাতেগোনা কয়েকটি থাকার হোটেল ও খাবার রেস্টুরেন্ট থাকলেও তা খুবই নিম্নমানের। এতে নানা দুর্ভোগে পড়েন পর্যটকরা।

অনুন্নত যাতায়াত ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে প্রায়ই পর্যটকদের পড়তে হয় ছিনতাইকারী ও ডাকাতের কবলে।

তবে, দ্বীপটিতে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য সরকার নানা ব্যবস্থা নিচ্ছেন বলে জানান নোয়াখালী-৬ সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।

পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত এ দ্বীপটিকে পর্যটন উপযোগী করে গড়ে তোলার দাবি, পর্যটক ও স্থানীয়দের।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh