• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্যা পরিস্থিতি

অনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট ২০১৬, ১০:১৮

জামালপুরের বন্যার্ত মানুষেরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে ৬ হাজার ৪শ ৫২টি পুকুর ও ঘের। ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ৩৩৪ কিলোমিটার রাস্তা ভেঙে গেছে। দুর্গত এলাকায় চিকিৎসাসেবা দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে ৮৬টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া জেলা প্রশাসন ও বেসরকারি উদ্যোগে চলছে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

লালমনিরহাটে তিস্তা-ধরলার পানি কমার সঙ্গে সঙ্গে বন্যাদুর্গত এলাকায় খাদ্য, গো-খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কাজ কর্ম না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন পানিবন্দী মানুষ। চরাঞ্চলের বানভাসীদের ভাগ্যে জোটেনি কোনো ত্রাণ সামগ্রী। সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন তারা। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানি বাহিত নানা রোগ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh