• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের কেন এতো ভয়: মন্ত্রী

সাভার প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩২

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাংবাদিকদের মৌলিক কিংবা নাগরিক অধিকার হরণের আইন নয়, এ আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য, যা সকল নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

রোববার দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড়ে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি সিম্ফনি’র নবনির্মিত মোবাইল ফোন কারখানার কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, এ ধারা নিয়ে সাংবাদিকদের কেন এতো ভয়, তার মানে কি সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে না? এমন প্রশ্নও তিনি তোলেন।

তিনি বলেন, এক সময় আমাদের আমদানির উপর নির্ভর করতে হলেও আজ আমরা দেশেই পণ্য উৎপাদন করে বিদেশের মাটিতে রপ্তানি করছি যা আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।