• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পানি উন্নয়ন বোর্ডের বিশেষ সতর্কবার্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৭, ১০:৩৬

উজানের পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে সারা দেশের নতুন করে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষ বন্যা সতর্কীকরণ বার্তা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

তাতে বলা হয়েছে, উজানের তিনটি অববাহিকায় পানি বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর ভারতীয় অংশে গড়ে ৭০ সে.মি. ও বাংলাদেশ অংশে ৫০ সে.মি., গঙ্গা-পদ্মা নদীর ভারতীয় অংশে ১২ সে.মি. এবং বাংলাদেশ অংশে ১৫ সে.মি. এবং মেঘনা অববাহিকায় গড়ে ৪০ সে.মি. করে বৃদ্ধি পেয়েছে।

এ কারণে আসছে ২৪ থেকে ৩৬ ঘণ্টায় উত্তরের এবং উত্তর-পূর্বের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি মধ্যাঞ্চল ও দক্ষিণ-মধ্যাঞ্চলে বিস্তৃতি লাভ করতে পারে। অর্থাৎ বগুড়া, সিরাজগঞ্জ,পাবনা, মানিকগঞ্জ,মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর জেলার কিছু কিছু এলাকা প্লাবিত হতে পারে।

এজন্য সংশ্লিষ্ট সব মহলকে সতর্ক থাকার জন্য এবং এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

প্রয়োজনে এ বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়

১) মো. সাইফুল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মোবাইল ফোন: ০১৭১৫৫৫২৪৪২।

২) মো. সাজ্জাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী, মোবাইল ফোন: ০১৭১২৭৩১১৯১।

সি/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
X
Fresh