• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হজ অব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টে রিট (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ আগস্ট ২০১৭, ১২:১৬

হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর বিষয়ে অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিনি রিটটি করেন।

রিটে হজে অব্যবস্থাপনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। যারা এখনো হজে যেতে পারেননি তাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসা জটিলতা দূর করতে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনকারী জানান, হজপ্রত্যাশীদের ভিসা না পাওয়া এবং ফ্লাইট বাতিলসহ বিভিন্ন অব্যবস্থাপনা কারণে কয়েক হাজার হজযাত্রী এখনো মক্কার উদ্দেশে রওয়ানা দিতে পারেননি। এ নিয়ে হজযাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। যারা এখনো হজে যেতে পারেননি তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় হজে যাবার ব্যবস্থা করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

সি/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহর সুযোগ আরও সহজ করল সৌদি
যে কারণে মেহজাবীন-সিয়ামের পাল্টাপাল্টি পোস্ট
সিয়াম-মেহজাবীনের বিস্ফোরক পোস্ট ঘিরে রহস্য
বেনজীর আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
X
Fresh