• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউনেস্কোর শর্ত মেনেই রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে : প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুলাই ২০১৭, ১৭:৩০

রামপালে বিদ্যুৎকেন্দ্র করতে পরিবেশ সুরক্ষার জন্য ইউনেস্কোর পক্ষ থেকে কিছু শর্ত দেয়া হয়েছে। তাদের শর্ত মেনেই রামপাল প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ইউনেস্কোর শর্তগুলো এরইমধ্যে বাংলাদেশ মেনে নিয়েছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে শর্তগুলো সঠিকভাবে মানা হবে বলে আমরা তাদের আশ্বস্ত করেছি।

শুক্রবার ঢাকার গুলশানে নিজ বাসায় এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেস্কোর কোনো নিষেধাজ্ঞা নেই। যেখানে প্রকল্পের কাজ চলছে সেখানেই চলতে পারবে।