• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ টাকা ও ১শ’ মেট্রিক টন চাল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০১৭, ১৩:৩৬

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্য হিসেবে ৫০ লাখ টাকা ও ১ শ' মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে গিয়ে তিনি সাহায্যের এ ঘোষণা দেন। এর আগে সড়কমন্ত্রী সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে রাঙামাটি এলাকায় আসেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবার আগে রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

এ সময় পাহাড়ধসে রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য শুধু ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা নয় তাদের জন্য ১শ’ মেট্রিক টন চাল ও ৫শ’ বান্ডিল টিন দেয়া হবে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহায়তা দেয়া হবে। কোনো মানুষ খাবারের কষ্ট পাবে না। গৃহহীন থাকবে না।

এর আগে মঙ্গলবার ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের পার্বত্য এলাকায় গিয়ে দুর্গতদের সাহায্যের নির্দেশ দেন।

সোমবার রাত থেকে ভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে রাঙামাটিতে। সেখানে পাহাড়ধসে মারা গেছেন ১৩৫ জন। তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ২ কর্মকর্তা ও ২ সৈনিক।

এইচটি/এসজে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh