• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১৯:০৭

জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন হয়েচে। পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী খান বিপ্লবসহ ৫ জনকে অব্যাহতি দেয়া হয়।

রোববার দুপুরে রংপুরের কাউনিয়ায় আমলি আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গেল ১০ জুলাই রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেএমবি নেতাসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়া হয়। অভিযুক্তরা হলেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, কমান্ডার খয়বর হোসেন, সদস্য ইছাহাক আলী ও আবু সাঈদ। চারজনেরই বাড়ি রংপুরের পীরগাছা।

এছাড়া সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও হাসানুল্লাহ আনসারীকেও অভিযুক্ত করা হয়। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম, গাইবান্ধা ও পঞ্চগড় জেলায়। সবাই পলাতক।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh