• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আত্মসমর্পণের পর জামায়াত নেতা আযাদ কারাগারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুলাই ২০১৮, ১৫:১২

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আযাদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার অভিযোগে হামিদুর রহমান আযাদ ট্রাইব্যুনাল কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।

ট্রাইব্যুনালে আযাদের পক্ষে আইনজীবী ছিলেন আবদুস সোবহান তরফদার, মতিউর রহমান আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জিয়াদ আল মালুম।

২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি শাপলা চত্বরে সমালোচনা করে বক্তব্য দেন আযাদ। পরদিন তার এই বক্তব্য পত্রিকায় প্রকাশিত হয়। এরপর ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তখন থেকেই তিনি পলাতক ছিলেন। রুলের কোনো জবাব না দেয়ায় ওই বছররে ৯ জুন তাকে তিন মাসের কারাদণ্ড, তিন হাজার টাকা অর্থদণ্ডসহ রায় দেন ট্রাইব্যুনাল। এই রায়ের পর থেকেই আযাদ পলাতক ছিলেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রম আপিল ট্রাইব্যুনালে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর টিপু মারা গেছেন
১৫ মাস পর কারামুক্ত জামায়াতের আমির
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জামায়াতের বিবৃতি
X
Fresh