• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আত্মসমর্পণ করতেই হবে নাজমুল হুদাকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৮, ১১:৫৫

বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেই হচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদাকে। ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় আত্মসমর্পণ ছাড়াই হাইকোর্টের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি।

দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ আবেদনটি উপস্থাপন হয়নি মর্মে খারিজ করেন।

আদালত থেকে বের হওয়ার পর জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, লিভ টু আপিলের জন্য এফিডেভিট করতে অনুমতির আবেদন করেছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা।

গেলো বছর ৮ নভেম্বর হাইকোর্ট দুর্নীতির এক মামলায় নাজমুল হুদাকে ৪ বছর কারাদণ্ড এবং স্ত্রী সিগমা হুদাকে তার কারাভোগকালীন সময়কে সাজা হিসেবে ঘোষণা করেন।

আদালত ওই রায়ের অনুলিপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলেন।

রায়ের পর আত্মসমর্পণ ছাড়াই নাজমুল হুদা হাইকোর্টের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের জন্য আবেদন (এফিডেফিট) করার অনুমতি চান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh