• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলেজ পরিচালনা পর্ষদে সাহারা খাতুন কেন?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫০

উত্তরার ঢাকা উইমেন কলেজে পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সাহারা খাতুনকে পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুলের পক্ষে আইনজীবী ইউনূছ আলী আকন্দ রিট আবেদনটি করেন। মঙ্গলবার এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আইনজীবী ইউনূস আলী আকন্দ জানান, সংসদ সদস্যরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সভাপতি হতে পারবেন না বলে হাইকোর্টের রায় রয়েছে। অথচ হাইকোর্টের এই আদেশ অমান্য করে ৬ সেপ্টেম্বর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনকে উত্তরা উইমেন্স কলেজের সভাপতি হিসেবে নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ নিয়েগের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার কলেজটির গভর্নিং বডির সদস্য বাহাউদ্দিন রিটটি দায়ের করেন।

রিটে শিক্ষা সচিব সোহরাব হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয়টির কলেজ পরিদর্শক এবং উইমেন্স কলেজের অধ্যক্ষ ও সংসদ সদস্য সাহারা খাতুনকে বিবাদী করা হয়েছে।

এমকে/

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh