• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কিবরিয়া হত্যা : আরিফুলের জামিন বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৪

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

গেল ৬ সেপ্টেম্বর হাইকোর্ট আরিফুলের নিয়মিত জামিন মঞ্জুর করেন। বুধবার জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অন্যদিকে আরিফুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর থানায় দু’টি মামলা হয়।

কিবরিয়া হত্যা মামলায় জামিন বহাল থাকলেও একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা থাকায় আরিফুল এখনই মুক্তি পাচ্ছেন না।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh