• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৪ সাক্ষীকে জেরার অনুমতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৭, ১৩:২৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পাঁচ সাক্ষীকে জেরা করার অনুমতি পেয়েছেন আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা।এজন্য খালেদা জিয়া জন্য আবেদন করেছিলেন। সে আবেদনের প্রেক্ষিতে চার সাক্ষীকে জেরা করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ চার সাক্ষীকে জেরা করার অনুমতি দিয়েছেন। খালেদা জিয়ার পক্ষে মামলার শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া।

সাক্ষীরা হলেন- মামলার ৬ নম্বর সাক্ষী মুকবুল হোসেন অপু, ১২ নম্বর সাক্ষী মো. আমিরুল ইসলাম, ১৩ নম্বর সাক্ষী অমল কান্তি চক্রবর্তী, ১৫ নম্বর সাক্ষী মো. মামুনুজ্জামান ও ১৭ নম্বর সাক্ষী চৌধুরী এম এন আলম। এর মধ্যে আমিরুল ইসলাম ছাড়া বাকি সবাইকে আদালত জেরার অনুমতি দিয়েছেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী।

শুনানি শেষে জাকির হোসেন ভূঁইয়া জানান, গত ৫ জুলাই বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও মো. নজরুল ইসলাম তালুকদারের আদালতে ৫ সাক্ষীকে জেরার আবেদন করা হয়।

এর আগে, গত ৮ জুন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ এবং আরো পাঁচজনকে জেরা করার জন্য পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতে আবেদন করেন খালেদা জিয়া। আদালতের বিচারক আখতারুজ্জামান তখন শুধু হারুনুর রশিদকে জেরা করার তাৎক্ষণিক আদেশ দেন। আর বাকিদের জেরা করার আবেদন খারিজ করে দেন।

সি/

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh