• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাগর-রুনির হত্যাকারীরা ধরা পড়বেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫০

সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। খুনিরা ধরা পড়বেই। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করতে প্রচেষ্টা চালানো হচ্ছে। হত্যাকারীরা ধরা পড়বেই। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

এসময় অগ্নিনির্বাপণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের কর্মীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে মামলা করেন। ৫ বছর পেরিয়ে গেলেও তাদের হত্যাকারীদের হদিস মেলেনি।

আর/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh