• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ভোরে দুদকের উপপরিচালক মোরশেদ আলমের নেতৃত্বাধীন একটি দল ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়হিদ জামান, সহকারি রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান ও সহকারি পরিচালক মো. মোফাজ্জল হোসাইন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩শ’ ৯৪ টাকা আত্মসাতের মামলায় তাদের গ্রেপ্তার হরা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণ নিয়োগ পাওয়া কর্মচারীদের সিলেকশন গ্রেড দেয়ায় ২০১২ সালে এ মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৩ কর্মকর্তা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩শ’ ৯৪ টাকা আত্মসাৎ করেছেন।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh