• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা ভেঙ্গে মহাসড়কে চলছে তিনচাকার পরিবহণ

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ১৮:১০

সড়ক দুর্ঘটনা কমাতে গেল বছরের ১ আগস্টে জাতীয় মহাসড়কগুলোতে তিনচাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। তবে সে নিষেধাজ্ঞা কাগজে কলমে আটকে রেখে মহাসড়কে অবাধে চলছে বৈধ-অবৈধ তিনচাকার পরিবহণ। ফলে আবারো বেড়েছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা।

থ্রিহুইলার বা তিন চাকার যানবাহন। প্রতিদিনের যাতায়াতে স্বল্প দূরত্বের পরিবহণ হিসেবে এগুলো ব্যবহার করে সাধারণ মানুষ। এসব যানবাহনের মধ্যে রয়েছে নসিমস-করিমন, ভটভটি, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকসা, অটোটেম্পু। ধীরগতির এসব পরিবহণের গতিই বলে দেয় মহাসড়কে চলাচলের জন্য তা কতটা ভয়ঙ্কর। দ্রুতগতির গাড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এগুলো দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-আরিচাসহ সব মহাসড়কে দেখা যায় একই দৃশ্য। নিষিদ্ধের পরও হাইওয়ে পুলিশের চোখের সামনে চলছে অহরহ।

হাইওয়ে পুলিশ জানায়, রাস্তায় বিকল্প পরিবহণ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ এসব পরিবহণে যাতায়াত করছেন স্বল্পদূরত্বের যাত্রীরা।

গণপরিবহন বিশেষজ্ঞ ড. শামছুল হক বলেন, দুর্ঘটনা রোধে তিন চাকার কিংবা ধীরগতির যানবাহনের জন্য দ্রুত সার্ভিস লেন গড়ে তোলা জরুরি। পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি দরকার আইনের সঠিক প্রয়োগ।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh