• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সেনা কর্মকর্তার মা খুনের রহস্য উদঘাটন

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ১৬:২৯

রাজধানীর উত্তরায় সেনা কর্মকর্তার মাকে গলা কেটে হত্যার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তারা হলেন গোলাম নবী ওরফে নবী (২৫) ও মোছা. লাইলী ওরফে লাবণ্য।

শনিবার উত্তরায় র‍্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা জানানো হয়।

গেল ৪ জুন নিজ বাড়িতে খুন হন লেফটেন্যান্ট কর্নেল খালিদ বিন ইউসুফের মা মনোয়ারা বেগমকে। তিনি উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাড়িতে একা থাকতেন।

র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ জানান, স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের জন্য তাকে হত্যা হয়। গেল ২২ মে ওই বাড়িতে ভাড়া নেন লাবণ্য। তিনি মনোয়ারা বেগমের সঙ্গে সখ্য গড়ে তোলে অনেক বিষয় জেনে নেন। তাঁর সুপারিশে গোলাম নবী দারোয়ান হিসেবে চাকরি পান। ৩০ মে নবী চাকরি ছেড়ে চলে যান।

পরে লাবণ্যের সঙ্গে ফোনে যোগাযোগ করে মনোয়ারা বেগমকে হত্যা করা হয়। ৫ জুন এ ঘটনায় মামলা করেন নিহতের ছেলে।

র‍্যাবের ভাষ্য, এ হত্যাকাণ্ডে লাইলী সন্দেহের তালিকায় ছিলেন। ৩ আগস্ট দারোয়ান গোলাম নবীকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh