• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিএমপির ভাড়াটিয়া পরিচয়পত্র

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ১৫:৪৫

নিরাপত্তার স্বার্থে রাজধানীতে নাম ও নম্বর সংবলিত ভাড়াটিয়া পরিচয়পত্র দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে এ তথ্য জানান কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, এরইমধ্যে ঢাকায় বসবাসরত ২০ লাখ ভাড়াটিয়ার তথ্যফর্ম সংগ্রহ শেষ। এগুলো পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের আইডি কার্ড দেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, বাসা ছেড়ে কেউ অন্য এলাকায় চলে গেলে সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ভাড়াটিয়ার কাছের থানায় জানাবেন।

আছাদুজ্জমান মিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে ব্লক রেইড চলছে। সঠিক পরিচয়পত্র দেখালে কেউ হয়রানির শিকার হবেন না। সেটি লক্ষ্য রাখতে পুলিশকে নির্দেশ দেয়া আছে। কেউ হয়রানি হলে সরাসরি ডিএমপি ওয়েবসাইটের নম্বরে ফোন করার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

বাড়ি মালিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফরম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে হবে।ওই ফরম বাড়ির মালিক থানায় জমা দেবেন। পুলিশ তথ্য যাচাই-বাছাই করে দেখবে।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh