• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বন্দুকযুদ্ধে শোলাকিয়ায় হামলাকারীসহ নিহত ২

অনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট ২০১৬, ০৯:২২

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শোলাকিয়ায় হামলাকারী শফিউলসহ দু’জন নিহত হয়েছেন।

ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধ হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

ওসি আতাউর বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে শফিউলকে কিশোরগঞ্জ পুলিশের কাছে নিয়ে যাচ্ছিল র‌্যাব।

র‌্যাবের গাড়ি রাত সোয়া ১১টার দিকে নান্দাইলের ডাঙ্গি গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে তাদের লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করা হয়। র‌্যাব-১৪ এর সদস্যদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলিতে শফিউলসহ দু’জন গুলিবিদ্ধ হন। অপরজনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন দাবি করে র‌্যাব। ঘটনাস্থল থেকে দুটি মটরসাইকেল, আগ্নেয়াস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ঈদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা হয়। হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা করা হয় সন্দেহভাজন শফিউলকে।

শফিউলের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে। দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh