• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তামিম-জিয়াউলকে ধরতে ইন্টারপোলের সহায়তা

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৭:২১

জঙ্গি হামলার হোতা কানাডা প্রবাসী তামিম চৌধুরী এবং পলাতক চাকরিচ্যুত মেজর জিয়াউল হকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেয়া হবে। এ ব্যাপারে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এআইজি রফিকুল গণি বলেন, ‘কোন দুধর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে গেলে তাকে ধরতে ইন্টারপোলের সহায়তা নেয়া হয়। দরকার হলে এই দু’জনের ব্যাপারেও একই পদক্ষেপ নেয়া হবে।’

পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, কল্যাণপুরের জঙ্গি ঘটনার আগেই দেশ ছেড়ে চলে যান তামিম চৌধুরী। এরও আগে মালয়েশিয়ায় গেছেন জিয়াউল হক। সেখান থেকেই তিনি আনসারুল্লাহ বাংলা টিমের নেতৃত্ব দিচ্ছেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ কর্মকর্তা বলেন, গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরের ঘটনা তদন্তে এ দুজনের নাম আসে। তামিম চৌধুরী নিষিদ্ধ ঘোষিত জেএমবির নতুন অংশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জঙ্গি দলে সদস্য সংগ্রহ, অস্ত্র-অর্থ সরবরাহ এবং হামলার পরিকল্পনা সবকিছুই করছেন। কল্যাণপুরে ওই ভবনের ফ্ল্যাটে জঙ্গিদের সঙ্গে বৈঠকও করেছেন তামিম। তিনি সিলেট জেলার অধিবাসী হলেও কানাডার নাগরিক। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে কানাডা সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh