• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মামা হত্যা: ভাগ্নেসহ ৭ জনের যাবজ্জীবন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৭, ১৫:৫৫

রংপুরের মিঠাপুকুরে মামা হত্যা মামলায় ভাগ্নে ও ২ নারীসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত।

মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।

আদালত সুত্র জানায়, ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর কৃষক বেলাল হোসেন দিনাজপুরের কুশকাদহ মণ্ডলপাড়া গ্রাম থেকে রংপুরের মিঠাপুকুরের তরফ বাহাদি গ্রামে ভাগ্নে লাভলু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। রাতে লাভলুর স্ত্রী আরজিনা বেগম বেলালের বিরুদ্ধে যৌন হয়রানির অপবাদ দিয়ে চিৎকার শুরু করে। এতে লাভলুর নেতৃত্বে ৭ জন তাকে বেদম মারধর করে। পরের দিন সকালে ফের বেলালকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর তিনি মারা যান।

এ ঘটনায় নিহত বেলালের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় ওই বছরের ২ অক্টোবর হত্যা মামলা করেন। থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম ওই বছরের ৩ ডিসেম্বর আদালতে ৭ জনের নামে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে আসামি লাভলু, আব্দুল আজিজ, নেহাল উদ্দিন, আরজিনা বেগম, ওমেলা বেগম, মশিউর রহমান ও নুর ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh