• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কলেজছাত্রী ঝুমাকে কোপানোর ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫

সিলেটে কলেজছাত্রী ঝুমা আক্তার সুমার ওপর হামলা ও তাকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে।

বখাটে বাহারকে প্রধান আসামি করে জকিগঞ্জ থানায় মামলাটি করেন ঝুমার মা করিমা বেগম। মামলায় বাহার ছাড়াও আরো ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে ঝুমার মা করিমা অভিযোগ করেন, ‘বাহার উদ্দিন বেশ কিছুদিন ধরে ঝুমাকে উত্যক্ত করে আসছিল। তার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমার ওপর হামলা হয়েছে।’

জকিগঞ্জ থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার আজ (মঙ্গলবার)আরটিভি অনলাইনকে এ কথা জানিয়েছেন।

গেলো রোববার সকালে জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বখাটে বাহার। বাধা দিতে গিয়ে আহত হন ঝুমার মা করিমা বেগমও।

সিলেট ওসমানী মেডিক্যালে মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ঝুমা ও তার মা করিমা বেগম।

ঝুমার মা জানান, তিন বছর ধরে ঝুমা বেগমকে উত্যক্ত করে আসছিল বাহার উদ্দিন, বিয়ের প্রস্তাবও দিচ্ছিল দীর্ঘদিন ধরে। বিষয়টি নিষ্পত্তির জন্য ঘরোয়া শালিসও বসেছিল, তবে সে শালিস বা মা-বাবার নিষেধাজ্ঞাও মানেনি বাহার।

ঝুমা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে। আর বখাটে বাহার একই এলাকার আবদুল গফুরের ছেলে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh