• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘জঙ্গি হোতা জিয়া - তামিমকে ধরিয়ে দিলে পুরস্কার’

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১৩:৩৯

অনলাইন ডেস্ক : জঙ্গি হোতা চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ও কানাডিয়ান পাসপোর্টধারী তামিম চৌধুরীকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তারা গুলশান, শোলাকিয়াসহ সাম্প্রতিক সব জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী বলে জানালেন আইজিপি।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, জিয়া আর তামিম চৌধুরীর পরিকল্পনায় গুলশান ও শোলাকিয়ায় হামলা হয়। তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাদের সন্ধানদাতাদের ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

তিনি বলেন, গুলশানের আর্টিজান বেকারির হামলার অন্যতম হোতা হিসেবে তামিম চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে তিনি বর্তমানে কোথায় আছেন তা জানে না পুলিশ।

আইজিপি জানান, গুলশান হামলার সময় নর্থ ‍সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের আচরণ এবং কর্মকাণ্ড সন্দেহজনক হওয়ায় তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh