• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৬ জনের ৭ দিন রিমান্ড আবেদন, শুনানি রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৭, ২০:২১

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার ৬ জনকে ৭ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রোববার এ আবেদন শুনানির দিন ঠিক করেছেন আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের ফরিদ মিয়া (৭০), নিচপাড়া গ্রামের সামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের হজরত আলী (৪৪) ও পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার (৪৫)।

জেলার ১ আসনের এমপি হত্যা ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জামায়াত-শিবিরের এ ৬ নেতাকর্মীকে শনিবার গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। এমপি হত্যা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে।

গেলো ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh