• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আগুন নেভাতে বড় বাধা

রুবিনা ইয়াসমিন

  ০৩ জানুয়ারি ২০১৭, ১৮:২৩

রাজধানীতে অসংখ্যবার ঘটেছে বড় আগুনের ঘটনা। এতে ঘটনাস্থলে ছুটে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নেভানোর জন্য চেষ্টা করেছেন সাধ্যমতো।অনেক সময় তাদের সঙ্গে হাত মিলিয়েছেন সাধারণ জনগণও।

শুধু তাই নয়, আগুন লাগার সঙ্গে সঙ্গে আশেপাশের নিরাপত্তার নিশ্চিত করতে যোগ দেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। যেন দ্রুত সুশৃঙ্খলভাবে আগুন নেভানো যায়।

তবে বরাবরই ফায়ার সার্ভিস অভিযোগ করে আসছেন, আগুন লাগার সময় আশেপাশে উৎসুক জনতার কারণে ঘটে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। জনগণের চাপে অনেক সময় কাজের ব্যাঘাত ঘটে। মানুষের ভীড়ে আগুন নেভাতে হিমশিম খেতে হয়।

ফায়ার সার্ভিসের মতে, আগুন লাগার সময় প্রথম কাজ হলো পুরো এলাকা থেকে জনগণকে সরিয়ে নেয়া। আর এ কাজটি করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। হয়তো তাহলে দ্রুত আগুন নেভানো সম্ভব।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh