• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে নারী পাচার চক্রের ৩ সদস্য আটক, উদ্ধার ২৫

অনলাইন ডেস্ক
  ৩০ জুলাই ২০১৬, ১০:১৭

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে নারী পাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৩) । এসময় ২৫ নারীকে উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে র‌্যাবের একটি দল এ অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, একটি চক্র কয়েকমাস ধরে নারীদের সৌদি আরবে চাকরি দেয়ার কথা বলে মালয়েশিয়ার পতিতালয়ে পাচার করছিলো। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় নারী পাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ চক্রের হোতা জাহিদুর রহমান পাসপোর্টে ভুল পরিচয় দিয়ে বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন। এ অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া তাদের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।

উদ্ধারকৃত নারীরা জানান, তাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে আটকে রাখা হয়েছিলো। জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh