• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘গুলশান-শোলাকিয়া-কল্যাণপুরের জঙ্গিরা একই গ্রুপের’

অনলাইন ডেস্ক
  ২৬ জুলাই ২০১৬, ১৪:৩১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গি ও আটক একজনের বয়স, কথা-বার্তা, চাল-চলন, পোশাক ও হামলার ধরণের সঙ্গে গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলাকারীদের মিল রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এরা একই গ্রুপের।’

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অভিযান ‘স্টর্ম-টোয়েন্টি সিক্স’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে আটককৃত হাসানের কাছ থেকে এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আটকৃতের নাম হাসান বলে জানা গেছে। তার অন্যকোনো ছদ্ম নাম বা আসল নাম আছে কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। আর নিহত জঙ্গিদেরও সঠিক পরিচয় এখনো আমরা নিশ্চিত নই।সেটাও যাচাই-বাছাই করে জানানো হবে।’

‘আমাদের কাছে অনেক তথ্য আছে। তবে তদন্তের আগে এবং যাচাই-বাছাই না করে কোনো মন্তব্য করতে চাই না। আপনারা আমাদের সময় দিন, কারা জঙ্গিবাদে জড়িত ও মদদদাতা শিগগিরই সব তথ্য বেরিয়ে আসবে।’

রাজধানীর কল্যাণপুরে সোয়াতের নেতৃত্বাধীন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে বলেও জানান তিনি।

তিনি জানান, হামলার পর ঘটনাস্থল থেকে ৭.৬২ বোর রাইফেল, কিছু ম্যাগজিন, তলোয়ার, ছুরি, হাতুড়ি, চাপাতি, ১৩টি স্থানীয়ভাবে তৈরি গ্রেনেড, ১৯টি ডেটোনেটর, আল্লাহু আকবর লেখা দু’টি কালো পতাকা, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসায় মঙ্গলবার ভোরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এতে এতে নয়জন ‘জঙ্গি নিহত হয়।

মঙ্গলবার সকাল ছয়টা ৫১ মিনিট থেকে সাতটা ৫১ মিনিট পর্যন্ত অভিযান চলে। এতে কয়েকজন পুলিশ আহত হন। বাসার ৫তলায় জঙ্গি আস্তানাটি ছিল বলে জানায় পুলিশ।

এর আগে সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে গোলাগুলির পর কল্যাণপুরের ওই বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। ভোর ৫ টা ৫১ মিনিটে শুরু হয় অভিযান। এক ঘন্টাব্যাপি চলে ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযান।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh