• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জলদস্যু খোকাবাবু বাহিনীর আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর ২০১৬, ১২:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন জলদস্যু খোকাবাবু বাহিনীর প্রধানসহ ১২ সদস্য ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৮ এর বরিশাল কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকালে জলদস্যুরা ৬টি বন্দুক, ৪টি দোনালা বন্দুক, ১টি এয়ার রাইফেল, ৬টি শাটারগান, ২টি এয়ারগানসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার গুলি জমা দিয়েছেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যারা আত্মসমর্পণ করেছেন তাদের সাধুবাদ জানাই। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের আইনের মুখোমুখি হতে হবে।

আত্মসমর্পণকারীরা হলেন কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু, আমিনুল ইসলাম,শাহজাহান গাজী, আবদুল আজিজ, মিজানুর রহমান, রবিউল, ওসমান গনি, রফিকুল গাজী, ইয়াছিন আলী গাজী, মো. মহিদুল ইসলাম, মজিবর রহমান ও কালাম।

তাদের বাড়ি সাতক্ষীরা জেলার শরা, কালিঞ্চি, পাইস্যাখালি, শ্রীরামপুর ও তুজলপর গ্রামে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‌্যাববের মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদ।

এপি / জেএইজ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh