• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভূমি দস্যুদের দখলে মিরপুরের বেড়িবাঁধ

রকিব মানিক

  ২৮ নভেম্বর ২০১৬, ১১:৪৮

ভূমি দস্যুদের দখলে মিরপুর বেড়িবাঁধের রাস্তার পাশের সরকারি জমি। এসব সরকারি জমিতে বালুর গদি, পার্ক, রেস্তোরাসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন তারা। আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের উচ্ছেদ করা যাচ্ছেনা। বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। ফলে বেহাত হওয়ার হুমকীতে সরকারের হাজার কোটি টাকার জমি।

বেড়িবাঁধে সড়কের দুই পাশের ৬০ ফিট জায়গা পানি উন্নয়ন বোর্ড ও পাউবোর। এসব জায়গার দখল নিয়েছে ভূমি দূস্যরা। নির্মাণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বালুর গদিসহ বিভিন্ন স্থাপনা।

অনেকে সরকারি জমি দখল প্রক্রিয়ার কৌশল হিসেবে বেছে নিয়েছে অভিনব পদ্ধতি। জায়গা লিজ নেয়ার আবেদন করেই দখল করেছে পুড়ো জায়গা। ভরাট করে নিমার্ণ করা হয়েছে পার্ক।

জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরির কারণে নষ্ট হচ্ছে সেখানকার পরিবেশ। সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

পার্ক ও রেস্তোরার মালিকদের দাবি, তারা এই জায়গা ভাড়া নিয়েছেন। পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডকে ম্যানেজ করেই সব চলে। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

তারা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সঠিকভাবে অভিযান চালানো সম্ভব হয়না।

এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোন কার্যকর কোন ব্যবস্থা হচ্ছেনা।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh