• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান, গুলি ‍বিনিময় : নিহত ৯

অনলাইন ডেস্ক
  ২৬ জুলাই ২০১৬, ০৯:০৮

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ছয়টা ৫১ মিনিট থেকে সাতটা ৫১ মিনিট পর্যন্ত অভিযান চলে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

বাসার ৫তলায় জঙ্গি আস্তানাটি ছিল বলে জানায় পুলিশ।

এর আগে সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে গোলাগুলির পর কল্যাণপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। ভোর ৫ টা ৫১ মিনিটে শুরু হয় অভিযান। এক ঘন্টাব্যাপি চলে ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযান।

সকাল আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই বাড়ি থেকে বড় হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল।

তাদের সঙ্গে আইএস’র কোন সম্পৃক্ততা নেই।

পুলিশের সঙ্গে স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, বাড়িটির তিনতলা পর্যন্ত ওঠার পর ওপর থেকে দুজন ‘আল্লাহু আকবর’ বলে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরকদ্রব্য ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে হাসান নামের একজন আহত হন। পুলিশের দাবি, হাসান একজন ‘জঙ্গি’। তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রথম দফায় রাত দেড়টা পর্যন্ত পুলিশের সঙ্গে ‘জঙ্গিদের’ গুলিবিনিময় চলে। খবর পেয়ে সোয়াট, র‍্যাব ও ডিবি ঘটনাস্থলে যায়।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh