• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্রাক-কাভার্ড ভ্যানের দখলে তেজগাঁও শিল্পাঞ্চলের সরু রাস্তা

খান আলামিন

  ১৭ নভেম্বর ২০১৬, ১২:২১

তেজগাঁও শিল্পাঞ্চলে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান। পাশ দিয়ে গেছে রেললাইন।

রাজধানীর ভেতরের একমাত্র ট্রাক-কাভার্ড ভ্যানের টার্মিনালটিও এখানে। যেখানে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মালামাল নিয়ে আসে এসব গাড়ি।

গেলো বছরের ২৯ নভেম্বর সাতরাস্তা থেকে কারওয়ান বাজারমুখী সড়ক থেকে ট্রাক-কাভার্ড ভ্যান মূল টার্মিনালে ঢুকিয়ে দিয়ে প্রশস্ত সড়কটি দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

কিন্তু টার্মিনালের সীমানা ছাড়িয়ে ট্রাক-কাভার্ড ভ্যান এখন দখল করেছে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতরের সড়কগুলো। রাস্তার দু’পাশে দিনের বেশিরভাগ সময় শত শত ট্রাক-কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকায় সরু সড়ক আরো সরু হচ্ছে। এতে স্বাভাবিক যাতায়াতে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।

অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে এসব গাড়ি দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন।

তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, তাদের কাছে এমন কোনো অভিযোগ আসে না। তাই পদক্ষেপও নেয়া হয় না।

স্থানীয় কাউন্সিলর জানান, আধুনিক টার্মিনাল নির্মাণের কাজ চলছে। কাজ শেষ হলে সড়কে কোন গাড়ি থাকবে না।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh