• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মিনারেল ওয়াটারের নামে অনিরাপদ পানি বিক্রি, দুই প্রতিষ্ঠান সিলগালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ আগস্ট ২০১৮, ২০:৩৮

রাজধানীর তুরাগ এলাকায় মিনারেল ওয়াটারের নামে অনিরাপদ পানি বোতলজাত এবং বিক্রি করায় দুইটি কারখানা সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটির নাম হচ্ছে মাইন ও মামা ড্রিংকিং ওয়াটার।

এ সময় এক জনকে ৬ মাসের কারাদণ্ড এবং জরিমানা করেছে র‌্যাব ও বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিশোধন না করেই সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে পানি সরবরাহ করে আসছিল।কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায় তারা ফিল্টারিং না করেই জারে পানি ভর্তি করে সরবরাহ করে আসছে।

অনিয়মের কারণে এক বছর আগেই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করেছিল বিএসটিআই। কিন্তু এরপরেও তারা ব্যবসা করে আসছিল বলে জানান সরওয়ার আলম।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
ই-লাইসেন্সধারীদের জন্য সুসংবাদ
ট্রেড লাইসেন্স ছাড়া কিছুই নেই কাচ্চি ভাইয়ের, লাখ টাকা জরিমানা
লাইসেন্সের মেয়াদ শেষ, ধামরাইয়ে হাসপাতাল সিলগালা
X
Fresh