• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গুলিস্তানে ৭ নকল পণ্য প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ২০:৪৪

ভেজাল পণ্য বিক্রয় ও নকল পণ্য উৎপাদনের দায়ে রাজধানীতে ৭ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে গুলিস্তান ও মুগদায় পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জুর মোহাম্মদ শাহরিয়ার এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে গুলিস্তান এলাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এসময় জীবননাশক পণ্য বিক্রি করায় মায়ের দোয়া ষ্টেশনারীকে ৭ লাখ ৫০ হাজার, নকল পণ্য প্রস্তুত করায় মীম টেলিকমকে ১ লাখ টাকা, ফারুক টেলিকমকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মুগদা থানা এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
X
Fresh