• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান

এবার বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেলো পোশাকশ্রমিকের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৬, ১২:২১

সাভারের হেমায়েতপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবার বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেলো কল্পনা আক্তার (২৩) নামে নারী পোশাকশ্রমিকের। ঘটনায় অভিযুক্ত সিরাজুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসি।

নিহত কল্পনা আক্তার বগুড়া জেলার ধুনট থানাধীন রাঙ্গামাটি গ্রামের আবদুল বারেকের মেয়ে। কল্পনা স্বামীসহ সাভারের হেমায়েতপুরে কুতুবউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো।

বুধবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, গেলো কয়েকদিন ধরে হেমায়েতপুরের নতুন পাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী ‘অ্যাপারেলস ফোর’র কোয়ালিটি ইনচার্জ কল্পনা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। সাড়া না পেযে বুধবার দুপুরে খাবার বিরতিতে বাড়ি ফেরার পথে কল্পনাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সিরাজুল। সে সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন তাকে ধাওয়া করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন (ওটি) ডা: নাজিম উদ্দিন বলেন, আশঙ্কাজনক অবস্থায় কল্পনাকে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh