• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১০ টাকার চাল আত্মসাতে আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, গাজীপুর

  ৩১ অক্টোবর ২০১৬, ১৮:৫২

গাজীপুরের কাপাসিয়ায় ১০ টাকা ধরে দেয়া সরকারি চাল আত্মসাতের দায়ে স্থানীয় ডিলার ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার বারিষাব ইউনিয়ন চালের ডিলার এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

রোববার রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান জানান, ডিলার মোখলেছুর রহমান গেলো ১০ অক্টোবর উপজেলা খাদ্যগুদাম থেকে ১০ টাকা কেজির ১৩ টন চাল নেন। পরে মাস্টার রোল দাখিল করে সব চাল বিক্রি হয়েছে বলে প্রতিবেদন জমা দেন।

জালিয়াতির মাধ্যমে হতদরিদ্রদের কাছ থেকে টিপসই নিলেও চাল না দেয়ার অভিযোগ পেয়েই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। চাল বিক্রির জন্য ডিলারের নির্ধারিত স্থানের পরিবর্তে নির্মাণাধীন ভবনে লুকিয়ে রাখা সাড়ে ৫০০ কেজি চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিলার মোখলেছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh