• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি আঞ্চলিক প্রধান নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ৩১ অক্টোবর ২০১৬, ০৮:৫১

কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টুলু মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, তিনি জেএমবি’র আঞ্চলিক প্রধান ও কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক সানাউল্লাহ হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

রোববার গভীর রাতে চালকলার কবুরহাটে একটি পরিত্যক্ত রাইস মিলে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম জানান, জেএমবি’র কুষ্টিয়া অঞ্চলের প্রধান টুলু মোল্লাকে আটকের পর তাকে নিয়ে তার সহযোগীদের ধরতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সে সময় সেখানে সন্ত্রাসীরা টুলু মোল্লাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হন টুলু মোল্লা। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল ও তিনটি চাপাতি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসজেড/এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh