• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফয়জুলের ট্যাব-মোবাইল ফোনসহ তার ভাই আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মার্চ ২০১৮, ২১:২৪

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের ট্যাব ও মোবাইল ফোনসহ তার বড় ভাই এনামুলকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মুহিবুল ইসলাম খান।

এর আগে গত ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে হামলার শিকার হন জাফর ইকবাল। তার পেছনে থাকা ফয়জুল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই রাতে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

ফয়জুল গ্রেপ্তার হওয়ার পর সিলেটে তার বাসায় অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের আগে বাবা-মা ও ভাইবোনেরা বাসা থেকে পালিয়ে যান। পরে বাবা-মা থানায় আত্মসমর্পণ করেন। কিন্তু ভাই পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল জানান, জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তার ওপর হামলা করেন তিনি। তদন্তের স্বার্থে তার ব্যবহৃত ট্যাব ও ফোনের প্রয়োজন ছিল পুলিশের।

কে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh