• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাফর ইকবাল শঙ্কামুক্ত, প্রস্তুত ৮ ব্যাগ রক্ত

সিলেট প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৮, ১৯:২২

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের মাথার পেছনে আঘাত করা হয়েছে। আঘাত গুরুতর হলেও তিনি শঙ্কামুক্ত।

বললেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুব হাসান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে তিনি আরটিভি অনলাইনকে একথা জানান।

এর আগে বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত পরিচয়ের যুবক।

অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় ছয়টা ২৭ মিনিটের দিকে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়।

এদিকে, তার জন্য ৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। আরও ১৫ জন শিক্ষার্থী রক্ত দেয়ার জন্য হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সামনে অপেক্ষা করছেন।

এ তথ্য জানিয়েছেন রক্ত পরিসঞ্চালন বিভাগের অফিস সহকারী নাজিমুদ্দিন।

শাবিপ্রবির কোষাধ্যক্ষ ইলিয়াস চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, আপাতত শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বা দেশের বাইরে নেয়া হবে কিনা, পরে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন:

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh