• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা লোপাটে বাপ-ছেলে!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৭

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, চট্টগ্রামের জাকির হোসেন রোডের দক্ষিণ খুলসি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফর কবির চন্দনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

এরআগে গতকাল সোমবার দুদক চট্টগ্রাম-১ তাদের বিরুদ্ধে কোতোয়ালি (সিএমপি) থানায় একটি মামলা করে।

মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলম তিনজনের সই জাল করে ১১২.৯৭ শতাংশ জমি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রামে বন্ধক রেখেছেন। এ বাবদ ব্যাংক থেকে উত্তোলিত অর্থের মধ্যে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
X
Fresh