• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এবি ব্যাংকের সাবেক ২ কর্তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বিদেশে ২০ মিলিয়ন ডলার বা ১৬৫ কোটি টাকা বিনিয়োগের নামে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ২৫ জানুয়ারি বিচারিক আদালত এই দুই জনকে জামিন দিয়েছিলেন। ওই জামিন বাতিলে হাইকোর্ট রুল জারি করেছেন। তারা যেন বিদেশ যেতে না পারেন, সে বিষয়ে পদক্ষেপ নিতে দুদককে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আমলে নিয়ে আদালত এ রুল দিয়েছেন।

গত ২৫ জানুয়ারি ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার হাকিম আদালত তাদের জামিন দেন।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
ইউটিউব দেখে ব্যাংক ডাকাতি শেখেন আরিফুল
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু
X
Fresh