• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে অস্ত্রের চালান নিয়ে আসা ৩ ব্যবসায়ী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৬, ১৩:২০

দু’টি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও দু’টি রামদা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাতে বেনাপোলের পুটখালী ইউনিয়নের সীমান্তবর্তী রাজগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৪০), তার ভাই জাহিদ হাসান (৩৩) ও একই গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে জাকির হোসেন (৩৫)।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আরিফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ভারত থেকে অস্ত্রের চালান নিয়ে রাজগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। পুটখালী ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। পরে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, নাশকতা চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র ভারত থেকে আনা হতে পারে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh